• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
রাজশাহী, সিলেট, বরিশাল সিটিতে ভোট ৩০ জুলাই

তিন সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ ৩০ জুলাই অনুষ্ঠিত হবে

ছবি সংরক্ষিত

নির্বাচন

রাজশাহী, সিলেট, বরিশাল সিটিতে ভোট ৩০ জুলাই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মে ২০১৮

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এ তিন সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন কার্যালয়ে আজ মঙ্গলবার অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১-২ জুলাই। প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ জুলাই।

এ তিন সিটি কর্পোরেশন নির্বাচনে এমপিরা প্রচারে অংশ নিতে পারবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আচরণবিধি এখনো সংশোধন হয়নি। সংশোধন হলে তখন বলা যাবে।’

কে এম নুরুল হুদা বলেন, ‘স্থানীয় এমপিরা প্রচারে অংশ নিতে পারবেন না। তবে, অন্য এমপিরা পারবেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads